বেলারুশে নয়, প্রিগোজিন এখনও রাশিয়ায়: লুকাশেঙ্কো

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ রাশিয়ায় গত মাসে সংক্ষিপ্ত সশস্ত্র বিদ্রোহ করা ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশে নয়, এখনও রাশিয়ায় রয়েছেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো গত বৃহস্পতিবার এই দাবি করেছেন। সশস্ত্র বিদ্রোহের অবসানের পর প্রিগোজিন কোথায় রয়েছেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লুকাশেঙ্কোর মধ্যস্থতায় একটি সমঝোতার পর মস্কো অভিমুখে যোদ্ধাদের যাত্রা বাতিল করার ঘোষণা দিয়ে সংক্ষিপ্ত বিদ্রোহের অবসান ঘটান প্রিগোজিন। সমঝোতার শর্ত হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার এবং বেলারুশে নির্বাসনের প্রস্তাব দেওয়া হয়।

কিন্তু গত বৃহস্পতিবার বেলারুশের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, প্রিগোজিন এখনও রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে রয়েছে। তিনি বেলারুশের ভূখন্ডে অবস্থান করছেন না।

অথচ মাত্র এক সপ্তাহ আগে লুকাশেঙ্কো বলেছিলেন প্রিগোজিন বেলারুশে পৌঁছেছেন। বিবিসিও প্রিগোজিনের ব্যক্তিগত উড়োজাহাজকে জুন মাসের শেষ দিকে বেলারুশে উড়তে শনাক্ত করেছিল। কিন্তু ওই দিনই তা রাশিয়ায় ফিরে আসে। উড়োজাহাজটি এরপর সেন্ট পিটার্সবুর্গ ও মস্কোর মধ্যে একাধিকবার চলাচল করেছে। যদিও এটি স্পষ্ট নয় তাতে প্রিগোজিন ছিলেন কি না।

বিবিসির পক্ষ থেকে প্রিগোজিনের বর্তমান অবস্থান সম্পর্কে লুকাশেঙ্কোর দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। লুকাশেঙ্কো আরও বলেছেন, আমি যত দূর জারি ওয়াগনার যোদ্ধারা এখনও তাদের ঘাঁটিতে অবস্থান করছে। বেলারুশে কিছু ওয়াগনার যোদ্ধা রয়েছে। সোভিয়েত আমলের একাধিক সামরিক স্থাপনা ব্যবহারের জন্য তাদের দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.