প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ রাশিয়ার ওয়াগনার ভাড়াটে বাহিনীর গতিবিধির পাশাপাশি তাদের বস ইয়েভজেনি প্রিগোজিনের ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। তিনি বলেছেন, বেসরকারি সেনাবাহিনীর যোদ্ধা বা তাদের নেতা কেউই বেলারুশে নির্বাসন গ্রহণ করেননি।
ব্রাসেলসে গত বৃহস্পতিবার ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘প্রিগোজিন রাশিয়ায় ফিরে এসেছেন। তিনি বেলারুশে নির্বাসনের প্রস্তাব গ্রহণ করেননি।’
গত ২৪ জুন রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ২৪ ঘণ্টার বিদ্রোহ অবসানের পর বেলারুশে চলে গিয়েছিলেন ওয়াগনার প্রধান ও তার অনুসারীরা। বিষয়টি নিশ্চিত করেছিলেন খোদ বেলারুশের প্রেসিডেন্ট।
স্টলটেনবার্গ বলেন, ‘প্রিগোজিনকে আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করি। ওয়াগনার সেনারা কোথায় ঘোরাফেরা করছে তা আমাদের জানা।’
তিনি বলেন, ‘আমি বিশদ বিবরণে যাব না। ওয়াগনার সেনাদের একটি বড় অংশকে গ্রহণ করার কিছু প্রস্তুতি নিতে বেলারুশ সরকারকে দেখেছিলাম। তবে এখন পর্যন্ত আমরা তাদের অনেককে বেলারুশে যেতে দেখিনি।’
প্রিগোজিনের রাশিয়ায় প্রত্যাবর্তনের বিষয়টি গত বৃহস্পতিবার জানান দেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। লুকাশেঙ্কো গত মাসে ওয়াগনার বিদ্রোহের অবসান ঘটিয়ে নির্বাসন চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। তিনি জানান, বেলারুশে একটি সংক্ষিপ্ত সময়ের পর ওয়াগনার প্রধান রাশিয়ায় ফিরে গেছেন। তিনি বলেন, ‘প্রিগোজিন সেন্ট পিটার্সবার্গে আছেন। তিনি বেলারুশের ভূখন্ডে নেই।’
লুকাশেঙ্কো আরও বলেন, ‘ওয়াগনারের সেনারা বেলারুশের শিবিরে ছিল।’ ক্যাম্পগুলোর অবস্থান নির্দিষ্ট না করে তিনি আরও বলেন, ‘ওয়াগনার সেনাদের বেলারুশিয়ান সামরিক শিবির ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সশস্ত্র গোষ্ঠী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।’