সাগর পথে স্পেনে পৌঁছানোর চেষ্টায় ৬মাসে ৯৫১ মৃত্যু

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ চলতি বছরের প্রথম ৬ মাসে সাগরপথে স্পেনে পৌঁছানোর চেষ্টার সময় ৪৯ শিশুসহ অন্তত ৯৫১ জন মারা গেছেন। অভিবাসীদের নিয়ে কাজ করা পর্যবেক্ষণকারী সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাস গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সরকারি তথ্য এবং শরণার্থীবিষয়ক সংস্থাগুলো ও উদ্ধারকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

কামিনান্দো ফ্রন্টেরাস (ওয়াকিং বর্ডারস) বলছে, আলজেরিয়া, ক্যামেরুন, কমোরোস, কঙ্গো, ইথিওপিয়া, গিনি, আইভরি কোস্ট, মালি, মরক্কো, গাম্বিয়া, সেনেগাল, শ্রীলঙ্কা, সুদান, সিরিয়া এবং গাম্বিয়ার নাগরিক নিহতরা।

চারটি রুট বা পথ ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীরা স্পেনে প্রবেশ করা চেষ্টা করেন বলে জানিয়েছে সংস্থাটি। এগুলো হলো ক্যানারি দ্বীপপুঞ্জ রুট, আলবোরান সাগর রুট, আলজেরিয়ান রুট এবং জিব্রাল্টার প্রণালি রুট। চলতি বছরের প্রথম ছয় মাসে এই চার রুটে প্রতিদিন গড়ে পাঁচজন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

সংস্থাটি আরও জানায়, ভূমধ্যসাগরে চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ১৯টি নৌকা নিখোঁজ হয়েছে। কামিনান্দো ফ্রন্টেরাস বলছে, ক্যানারি দ্বীপপুঞ্জ হয়ে স্পেনে প্রবেশের পথটিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এই রুটে ২৮টি ঘটনায় অন্তত ৭৭৮ জন প্রাণ হারিয়েছে। আর আলবোরান রুটে ২টি দুর্ঘটনায় মারা গেছেন ২১ জন।

এ ছাড়া আলজেরিয়ান রুটে ৮টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছে। আর জিব্রাল্টার প্রণালিতে ১১টি ঘটনায় ৫০ জনের মত্যু হয়েছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published.