ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় সোহেল রানা দুষ্ট (২৩) নামে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। গত শুক্রবার (৩০ জুন) রাতে উপজেলার গোপিনাথপুর বাজার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোহেলের বাড়ি দিনাজপুর জেলার চিলিরবন্দর থানার সুখদেবপুর গ্রামে। সে এই উপজেলায় বসবাস করতো। পুলিশ লাশ উদ্ধার কওে গত শনিবার (১ জুলাই) সকালে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে ।
সোহেলের সর্দার অজন্তা হিজড়া জানায়, সোহেল রানা দুষ্ট এক বছর ধরে গোপিনাথপুরে ভাড়া বাসায় বসবাস করছে । গত কয়েকমাস ধরে গোপিনাথপুর গ্রামের নাছির মিয়ার ছেলে রাকিব মিয়া তাকে বিভিন্ন সময়ে বিরক্ত করতো। সম্পর্ক গড়তে সোহেলের ভাড়া বাসায় রাকিব মিয়া আসা-যাওয়া করতো। এ নিয়ে সোহেল রাকিবের পরিবারে বিচারও দিয়েছিলেন। রাকিব গত শুক্রবার সন্ধ্যায় আবারও ওই ভাড়া বাসায় আসলে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া শেষে জসিম মিয়া দুজনকেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে। ঝগড়ার বিষয়টি অজন্তাকে জানায় বাড়িওয়ালা। পরে রাতে রাকিব অজন্তাকে ফোনে জানায় সোহেল গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা গেছে। পরে অজন্তা ত্রিপল নাইনে ফোন দিলে নিহত সোহেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কসবা থানা পরিদর্শক (তদন্ত) আবদুল বাছির জানান, খবর পেয়ে আমরা রাতেই লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।