আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে  – কসবায় আইনমন্ত্রী

ভজন শংকর আচায্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এম.পি গতকাল শুক্রবার (১৪ জুলাই) দুপুরে  ব্রাহ্মণবাড়িয়ার কসবার জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এখানে বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে কোনো কিছু করাতে  পারবে না । জননেত্রী শেখ হাসিনা  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা। এটা আর জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার দেশ নাই। বাংলাদেশ এখন নিজের পায়ে দাড়ানোর মতো ক্ষমতা হয়েছে। এটা স্বাধীন বাংলাদেশ।

মার্কিন প্রতিনিধি দল আমার সাথে দেখা করেছেন। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং এখানে নির্বাচনে যাতে সহিংসতা না হয় সেটাই তাদের কাম্য।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামীলীগ জনগনের কাছে অঙ্গিকারাবদ্ধ একটা অবাধ,সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার । বাংলাদেশে সেই আইনী ব্যবস্থা আছে এবং আইনী অবকাঠামোও আছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু  হবে। আমার সাথে অন্যান্য ব্যপারে যেগুলো  আলাপ হয়েছে, ডিএসএ নিয়ে আলাপ হয়েছে সেটাও সংশোধনের ব্যবস্থা হবে।

র‍্যাবের শেংসান বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উনারাও বলেছেন, র‍্যাব অনেক ভালো কাজ করেছে। তবে যেহেতু এটা একটা আইনী প্রক্রিয়া উনারা এটা দেখবেন এবং বলেছেন তারা র‍্যাবের বিষয়ে বিবেচনা করবেন।

এর আগে মন্ত্রী গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল কাদের ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কায়সার ভুইয়া জবীন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ছাত্র নেতা আবু আক্কাছ মিয়া, শরীফ হোসেন, শামীম ভূইয়া প্রমুখ।

সভায় বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র এম জি হাক্কনী, ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দীকী, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ আজহারুল ইসলাম ও সাবেক পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল।

বর্ধিত সভায় আইনমন্ত্রী তৃনমুল নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি যে কাজ করেছি এখন থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভদ্রভাবে আমার সালাম দিয়ে ভোট চাইবেন। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। ২০২৪ সালে জনগনের ভোটে জননেত্রী শেখ হাসিনাই সরকার গঠন করবেন।

Leave a Reply

Your email address will not be published.