ইউক্রেনে এখন আর গুরুত্বপূর্ণ নয় ওয়াগনার বাহিনী: যুক্তরাষ্ট্র

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠী এখন আর ইউক্রেনে রুশ অভিযানে উল্লেখযোগ্য সামর্থ নিয়ে অংশগ্রহণ করছে না। গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, এই পর্যায়ে মার্কিন সামরিক বাহিনী ইউক্রেনে যুদ্ধে ওয়াগনারের কোনও উল্লেখযোগ্য ভূমিকার প্রমাণ দেখেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করা ওয়াগনারের সংক্ষিপ্ত সশস্ত্র বিদ্রোহের অবসানের কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র এই মন্তব্য করলো। গত বছর রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করার পর থেকে ওয়াগনার যোদ্ধারা বেশ কিছু রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। পুতিন ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ায় ওয়াগনারের কোনও ভবিষ্যৎ নেই। ওয়গনার যোদ্ধাদের বৈধ করার বিষয়ে পার্লামেন্টে আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

২৩২৪ জুনের বিদ্রোহ অবসানে বেলারশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় যে সমঝোতা হয়েছিল তা অনুসারে, যোদ্ধাদের নিয়মিত বাহিনীতে যোগ দেওয়া এবং ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বেলারশে নির্বাসনের পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু এই সপ্তাহের শুরুতে ক্রেমলিন জানিয়েছে, বিদ্রোহের কয়েকদিন পরে ২৯ জুন মস্কোতে প্রিগোজিন এবং ওয়াগনার কমান্ডারদের সঙ্গে পুতিন দেখা করেছিলেন

প্যাট রাইডার বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল্যায়ন অনুসারে ওয়াগনার যোদ্ধাদের অধিকাংশ এখনও রাশিয়ার অধিকৃত ইউক্রেনের এলাকায় রয়েছে।

মস্কোতে বিবিসির রাশিয়া সম্পাদক স্টিভ রোজেনবার্গ বলেছেন, ক্রেমলিন ওয়াগনার প্রধান এবং ওয়াগনার যোদ্ধাদের মধ্যে পার্থক্য করতে চায় বলে মনে হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিনল্যান্ডে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিদ্রোহের পরে প্রিগোজিনকে বিষ প্রয়োগের বিষয়ে সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published.