আর কখনো তত্ত্বাবধাক সরকার হবে না……. আইনমন্ত্রী

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, সংবিধানে তত্বাবধায়ক সরকার নাই। আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। সুপ্রীম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছেন। সুপ্রীম কোর্টের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদেও আইন পাশ করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন। বর্তমান শেখ হাসিনা সরকারের অধিনে নির্বাচন  কমিশনের দায়িত্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এর শেকড় অনেক গভীরে। ইতিহাসের  প্রতিটি বাঁকে এই দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপোষহীন ছিলেন। কখনো পাকিস্তানীদের সাথে আপোষ করেননি। তাঁর বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান। তিনিও কারো অন্যায় আবদারের কাছে মাথা নত করেননি এবং করবেনও না। তাঁর বলিষ্ট নেতৃত্বে  বাংলাদেশ এখন উন্নয়নের রেলগাড়িতে।

তিনি আরও বলেন, আপনারা যদি বিএনপি’র ইতিহাস জানেন তাহলে দেখবেন তারা আমাদের জাতির পিতাকে হত্যা করেছে। হত্যা করে যাতে বিচার না হয় এজন্য আইন করেছে। না হয় খালেদা জিয়া দুবার ক্ষমতায় ছিলো কেন বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি । বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছে। তাদের চাকুরী দিয়েছেন। নির্বাচন করার সুযোগ দিয়েছেন। বিরোধী দলের নেতা বানিয়েছে। অপরদিকে জামাত এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। মা-বোনদের ইজ্জত নিয়েছে। এখন তাদের সংগে রাজনীতি করতে হলে শক্ত হাতে রাজনীতি করতে হবে। শেখ হাসিনা দেশটাকে মায়ের মতো লালন-পালন করে আমাদের আলোর পথ দেখিয়েছেন।

খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু আবদুল্লাহ ভূইয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, খাড়েরা ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ খান, কামরুজ্জামান রতন, মোঃ গোলাম মোস্তফা, আবু ইউসুফ, জাহাঙ্গীর পাঠান, আবু সাইম, আবদুর রউফ মেম্বার, রিমন মিয়া, শফিকুল ইসলাম রঙ্গু, রাসেল মিয়া প্রমুখ।

বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌরমেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী সাবেক সাধারন সম্পাদক কাজী মোঃ আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী ও সাবেক পৌরমেয়র এমরান উদ্দিন জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মীর হেলাল উদ্দিন। পরে মন্ত্রী উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তেতৈয়া ফুলতলী গ্রামবাসীর উদ্যোগে মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া স্মৃতি মোটর সাইকেল ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন।

তারিখঃ ২১-০৭-২০২৩ ইং।

Leave a Reply

Your email address will not be published.