ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি । কসবা ব্রাহ্মণবাড়িয়া গত (২১ জুলাই ) শুক্রবার বিকেলে তেতৈয়া ফুলতলী গ্রামবাসীর উদ্যোগে আইনমন্ত্রী মহোদয়ের পিতা মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় কসবা ফুটবল একাডেমি ২গোলে মনিয়ন্দ ইয়াসিন সরকার ফুটবল একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ রঙ্গু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এলাকার আইনমন্ত্রী জননেতা আনিসুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন আইন সচিব মোঃ গোলাম সারোয়ার, উপজেলা চেয়ারম্যান এড,রাশেদুল কাউসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌর মেয়র মোহাম্মদ গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ আজারুল ইসলাম, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, আইনমন্ত্রী মহোদয়ের একান্ত ব্যক্তিগত সহকারি মোহাম্মদ আলাউদ্দিন বাবু ও মোহাম্মদ শফিকুল ইসলাম সোহাগ, জেলা পরিষদ সদস্য মোঃআব্দুল আজিজ, কসবা পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম সরকার,
অনুষ্ঠানটি পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কসবা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রুস্তম খাঁ। টুর্নামেন্টে ১৬ টি ফুটবল দল অংশগ্রহণ করেছে। ফাইনাল খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সফল আইনমন্ত্রী আনিসুল হক এমপি টুর্নামেন্টের আয়োজনকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে এলাকার যুব সমাজকে সুস্থ সবল রাখার জন্যে এই মাঠটিকে আধুনিক স্টেডিয়ামে রূপান্তর করা হবে।