প্রশান্তি ডেক্স ॥ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে জেলা ও জাতীয় পর্যায়ে এক মিনিটব্যাপী ভিডিওচিত্র তৈরি করার বিষয়ে দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানকে প্রতিযোগিতার আয়োজন করতে নির্দেশ দিয়েছে সরকার।
গত বৃহস্পতিবার (২০ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। আদেশে জানানো হয়, গত ২২ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী পাঠানো হয়। সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে জেলা ও জাতীয় পর্যায়ে এক মিনিটব্যাপী ভিডিওচিত্র তৈরি করার প্রতিযোগিতা আয়োজন করার জন্য কারিগরি ও মাদ্রাসা স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।