রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

প্রশান্তি ডেক্স ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় রাজনৈতিক অস্থিরতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক স্পর্শকাতর ঘটনায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার (২০ জুলাই) ডিএমপি সদর দফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সভায় ডিএমপির সকল অতিরিক্ত কমিশনার, যুগ্ন কমিশনার, উপ-কমিশনারসহ ৫০ থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। এ সময় জুন মাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া হয়।

সভায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পলিটিক্যাল মুভমেন্ট বাড়ছে। এ সময় পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে সকল পরিস্থিতি মোকাবিলা করতে হবে। রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাসের পরিস্থিতিও তৈরি হতে পারে। এ জন্য সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। স্পর্শকাতর ঘটনাগুলো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। কোনোভাবে পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না।

ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাজধানী ঢাকায় চুরি-ছিনতাই বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপি কমিশনার ছিনতাইকারী গ্রেফতার হলেও ছিনতাই না কমার কারণ জানতে চান। ডিএমপির ৫০ থানার ওসিদের ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। রাতের বেলা পুলিশের টহল নিয়েও প্রশ্ন তোলেন ডিএমপি কমিশনার। তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, রাতে অনেক সময় রাস্তায় টহল গাড়িগুলো দেখা যায় না। এগুলো কোথায় যায় এবং যথযথ টহল কার্যক্রম পরিচালনা ও দেখভাল করার জন্য সংশি­ষ্ট বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।

ডিএমপি সূত্র জানায়, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। দক্ষিণবঙ্গের যাত্রীবাহী বাস কোনোভাবেই যাতে সায়েদাবাদ বাস টার্মিনাল বাদ দিয়ে মহাখালী বা গাবতলী এলাকা থেকে না ছাড়ে এবং উত্তরবঙ্গের যাত্রীবাহী বাস যাতে একইভাবে সায়েদাবাদ টার্মিনাল থেকে না যাতায়াত করে তা নিশ্চিত করার নির্দেশনা দেন। ঢাকার যানজট নিরসনে আরও বেশি কার্যকরী ভূমিকা রাখার জন্য ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

পুরস্কার পেলেন যারা

জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানা পল্লবী। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন। পুলিশ পরিদর্শক (তদন্ত)-দের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মেজবাহ উদ্দিন। পুলিশ পরিদর্শক (অপারেশনস)-দের মধ্যে প্রথম হয়েছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. আব্দুল বাতেন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন চকবাজার মডেল থানার মো. মামুন হোসেন ও পল্টন মডেল থানার সুজন কুমার তালুকদার। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন মতিঝিল থানার মো. হেলাল উদ্দিন ও যাত্রাবাড়ী থানার হারাধন চন্দ্র বাইন। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন চকবাজার মডেল থানার এসআই মো. মামুন হোসেন। অস্ত্র উদ্ধার করে প্রথম হয়েছেন তুরাগ থানার এসআই মো. আরিফুল ইসলাম। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন পল্টন মডেল থানার এসআই সুজন কুমার তালুকদার। চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন শাহবাগ থানার এসআই আব্দুল মন্নাফ, পল্লবী থানার এসআই মো. আজিজ, ভাটারা থানার এসআই মাসুম বিল্লাহ রনি পিপিএম ও তুরাগ থানার এসআই মো. হাসিবুল হাসিব।

গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন, পিপিএম। অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান। চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মহিউদ্দিন মিরাজ। অজ্ঞান/মলম পাটির্র সদস্যদের গ্রেফতারে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published.