প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইউক্রেনের বন্দরগামী জাহাজগুলোকে রাশিয়া সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করার পর বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। কৃষ্ণসাগরের মধ্য দিয়ে শস্যের চালানের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার চুক্তি থেকে মস্কো চলতি সপ্তাহে সরে দাঁড়ায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে গত বুধবার গমের দাম আগের দিনের চেয়ে ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। এতে প্রতি টন গম বিক্রি হচ্ছে ২৫৩ দশমিক ৭৫ ইউরোতে। ভুট্টার দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ।
গমের দাম বেড়েছে যুক্তরাষ্ট্রেও। দেশটিতে দাম এক লাফে বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটা একদিনে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি।
ইউক্রেন থেকে নিরাপদে শস্য রফতানি চালু রাখতে গত বছরের জুলাইয়ে এগিয়ে আসে জাতিসংঘ ও তুরস্ক। তাদের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্যচুক্তি হয়। তিন দফা বাড়ানোর পর ১৭ জুলাই শেষ হয় চুক্তির মেয়াদ। রাশিয়া এই দফায় আর মেয়াদ বাড়াতে রাজি হয়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কৃষ্ণসাগর চুক্তি শেষ হওয়ায় সামুদ্রিক মানবিক করিডোর বন্ধ হয়ে গেছে। এ কারণে ২০ জুলাই রাত ১২টা থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে সামরিক জাহাজ বলে বিবেচনা করা হবে। এ ছাড়া জাহাজে যেসব দেশের পতাকা দেখা যাবে তাদেরকে কি ভয়ে সরকারের পক্ষ থেকে ইউক্রেনের সংঘাতে জড়িত বলে বিবেচনা করা হবে।
পুতিনের এই হুমকির পর বেসামরিক জাহাজে হামলায় ইউক্রেনকে দোষারোপের জন্য ষড়যন্ত্রের করার অভিযোগ আনে হোয়াইট হাউজ। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তার দাবি পূরণ হলে অবশ্যই তিনি শস্যচুক্তিতে ফিরবেন।
পুতিনের দাবিগুলোর অন্যতম, রাশিয়ার কৃষি ব্যাংককে বৈশ্বিক অর্থপ্রদান ব্যবস্থার সঙ্গে পুনরায় সংযোগ করা।সূত্র: বিবিসি