প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছে, আফ্রিকার ৬টি দেশকে বিনামূল্যে খাদ্য শস্য সরবরাহ করবে রাশিয়া। গত বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে।
পুতিন বলেন, আগামী মাসে বুরকিনা ফাসো, জিম্বাবয়ে, মালি, সোমালিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং ইরিত্রিয়াতে ২৫ হাজার থেকে ৫০ হাজার টন শস্য বিনামূল্যে সরবরাহ করতে পারবো।
শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীদেকে স্বাগত জানিয়ে পুতিন বলেছেন, সাম্প্রতিক সময়ে আফ্রিকার সঙ্গে আমরা সহযোগিতার একটি নতুন দিগন্তে পৌঁছেছি। আমরা এটির আরও বিকাশ করতে চাই।
ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের পর থেকে অন্তর্জাতিকভাবে একঘরে হয়ে আছে রাশিয়া। কিন্তু আফ্রিকার কিছু দেশ এখনও সমর্থন দিয়ে যাচ্ছে পুতিনকে। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভের মতে, রাশিয়া-আফ্রিকা সম্পর্ক নিয়ে আলোচনা হবে।
ক্রেমলিন জানিয়েছে, গত শুক্রবার আফ্রিকান রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজের সময় ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করবেন পুতিন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ ১৭ আফ্রিকান নেতা রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। এই শীর্ষ সম্মেলনটি দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০১৯ সালে দক্ষিণ রাশিয়ার সোচিতে আনুষ্ঠিত হয়েছিল।