ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ সংগ্রাম স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতার প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত (৮ আগস্ট) মঙ্গলবার কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গমাতার পথিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, ৬ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ, ৪ জন দুস্থ মহিলার মাঝে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল।
উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড, রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল আজিজ, কসবা প্রেস ক্লাব সভাপতি মোঃ সোলেমান খান,অফিসার ইনচার্জ কসবা থানা মোহামমদ মহিউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরূপ পাল,কসবা পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম সরকার ও উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহ্বায়ক কাজী মানিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল হান্নান।
তাছাড়া কসবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানীর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন।