বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে—-আইনমন্ত্রী

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় গত (১১ আগস্ট) শুক্রবার মাসব্যাপী শোক উদযাপন উপলক্ষে কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অংগসংগঠনের উদ্যোগে কসবা ওয়েস্ট উচ্চ বিদ্যালয় মাঠে শোকসভায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আইনমন্ত্রী উপরোক্ত কথা বলেন, তিনি কলকাতা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের তাঁর ১৭ জন সদস্যকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকার কারনে বেঁচে গিয়েছিল।

এই হত্যাকারীদের বিএনপি পুর্নবাসন করেছিলো। বিএনপি বঙ্গবন্ধুর খুনী ও রাজাকারদের দেশে ফিরিয়ে এনেছিলো। দেশটাকে অন্ধকারে ঠেলে দিয়েছিলো। সেখান থেকে জননেত্রী শেখ হাসিনা দেশটাকে মর্যাদার আসনে নিয়ে এসেছেন।

শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান । মন্ত্রী বলেন ৩০ লাখ শহীদ ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনার হাতকেই শক্তিশালী করতে হবে । কারন আপনারা দেখছেন শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেশটাকে কাঙ্খিত লক্ষে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের নিকটই নিরাপদ।

অনুষ্ঠানে কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কসবা উপজেলা শাখার সাধারন সম্পাদক রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম. জি হাক্কানী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদউল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, জেলা পরিষদ সদস্য এম. এ আজিজ, অধ্যাপক রুমানুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগ কসবা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান ছায়েদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন। পরে মিলাদ ও দোয়া শেষে তাবারক বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.