ভজন শংকর আচার্য্য, কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় গত (৮ আগস্ট) মঙ্গলবার মাসব্যাপী শোক উদযাপন উপলক্ষে বিনাউটি ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ,ছাত্রলীগসহ সকল অংগসংগঠনের উদ্যোগে হাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে শোকসভায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বক্তাগণ বলেন শোককে শক্তিতে পরিণত করতে হবে। প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়েছিলেন।সভায় প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালি বক্তব্য রাখার কথা ছিল আইনমন্ত্রী আনিসুল হক।সভায় বক্তাগণ আরো বলেন বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র।তাই আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আনিসুল হককে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান নেতৃবৃন্দ।অসুস্থজনিত কারনে তিনি ভার্চুয়ালি উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে বিনাউটি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল হামিদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগ কসবা উপজেলা শাখার সাধারন সম্পাদক রাশেদুল কাওসার ভুইয়া জীবন,কসবা পৌর মেয়র এম.জি হাক্কানী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ,কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, জেলা পরিষদ সদস্য এম.এআজিজ,অধ্যাপক রুমানুলফেরদৌস,উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি হুমায়ুন কবির,বিনাউটি ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন,সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন,যুবলীগ নেতা তসলিমুর রেজা দীপু ,স্বপন দাস প্রমুখ পরে মিলাদ ও দোয়া শেষে তাবারক বিতরন করা হয় ।