ভজন শংকর আচায্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরূপ পাল জানান , গত বুধবার (২ আগস্ট) পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মহিউদ্দিন মহোদয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেছেন। তিনি এলাকার মানুষের স্বাস্থ্য সেবা প্রদানে আরো যত্নবান হওয়ার পরামর্শ দেন। তিনি হাসপাতালে সঠিক ভাবে দায়িত্ব পালন না করায় ছয় জনকে ব্যাখ্যা তলবের নির্দেশনা দিয়েছেন।
জানা যায়, হাসপাতালটিতে গত জুলাই মাসে ৩১জন মায়ের সন্তান প্রসব করা হয়েছে। তন্মদ্দে নরমাল ডেলিভারি ২৬ জন এবং সিজার ডেলিভারি ৫ জন। এ ব্যাপারে এলাকার জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাছাড়া ৫০ বেডের হাসপাতালটিতে ডেঙ্গু্গু সহ বিভিন্ন রোগের ৪৮ জন রোগী ভর্তি হয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করছেন।