মহামারি ডেঙ্গুতে মৃত্যু ৪৪৪ জনে পৌঁছালো

প্রশান্তি ডেক্স॥ ডেংগুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেংগুতে মোট ৪৪৪ জনের মৃত্যু হলো। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ২৮৮ জন। আক্রান্তদের মধ্যে ৮৯৯ জন ঢাকার। এক হাজার ৩৮৯ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে আট হাজার ৬৬১ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই তিন হাজার ৮০৪ জন। বাকি চার হাজার ৮৫৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৪ হাজার ৩১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৮৫ হাজার ২০৭ জন।

Leave a Reply

Your email address will not be published.