ক্রিমিয়ায় ৪২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত হয়েছে: রাশিয়া

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ক্রিমিয়ায় ৪২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপে ৪২টি ইউক্রেনীয় ড্রোনের একটি ঝাঁক গুলি এবং বৈদ্যুতিক ব্যবস্থাপনায় নিষ্ক্রিয় করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শুক্রবার তার টেলিগ্রাম বার্তা চ্যানেলে জানায়, লক্ষ্যে আঘাত হানার আগেই ৯টি ইউক্রেনীয় মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) গুলি করে ভূপাতিত করা হয়। আর ৩৩টিকে নিষ্ক্রিয় করা হয়েছিল ‘বৈদ্যুতিক ব্যবস্থাপনা’র মাধ্যমে।

ক্রিমিয়ান শহর সেভাস্তোপলের মস্কোসমর্থিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ এর আগে টেলিগ্রামে লিখেছিলেন, উপকূলে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, ‘কেপ খেরসোনেস এলাকায় সমুদ্রের ওপরে বেশ কিছু ইউএভি ধ্বংস করা হয়েছে।’ এ ঘটনায় বেসামরিক অবকাঠামোয় কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে তিনি।

কেপ খেরসোনস ক্রিমিয়া উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমে সেভাস্টোপলের কাছে অবস্থিত। এটি রাশিয়ার নৌ শক্তির অন্যতম কেন্দ্র।

ক্রিমিয়াকে ২০১৪ সালে রাশিয়া তাদের সঙ্গে যুক্ত করে নেয়। উপদ্বীপটি ঘিরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন তীব্র হামলা চালাচ্ছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published.