এসএম জাফর আহমদ, চট্টগ্রাম প্রতিনিধি॥ চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর টেক্সঘর কালিধরের পুল ননাইয়ারমার ঘাট ও শহর বন্দর হাটবাজারে যাওয়ার একমাত্র পথ কালিধরের পুল। ৩২ বছরেও বোয়ালখালী খালের উপর সেতু নির্মাণ না হওয়ার কারণে শত শত মানুষ জীবনের ঝুকি নিয়ে খাল পারাপার করছে। জানা গেছে ১৯৯১ সালে ২ শে এপ্রিল প্রলংয়নকারী ঘূর্ণিঝড়ে কালিধরের পুলটি ভেঙ্গে যায়, এমনকি পুলটির নিশানা পর্যন্ত নেই। বর্তমানে টেক্সঘর থেকে বিভিন্ন স্থানে নৌকা সাম্পানে ও ছাট ছোট লঞ্চ, ষ্টিমারে যাওয়া আসা করছে মানুষ জীবনের ঝুকি নিয়ে। কালিধরের পুলটি ভেঙ্গে যাওয়ার কারণে শত শত মানুষের ঘরবাড়ি ভেঙ্গে খালে বিলিন হয়ে গেছে। ভুক্তভোগী পরিবার রাজামিয়ার ছেলে আহমদ ছফা, মোহাম্মদ সেলিম, মো: সোলেমান ও মো: ফারুক অনেক দু:খ করে বলেন আমাদের বাড়ি ঘর জায়গা জমি সব কালে বিলিন হয়েগেছে। সামান্য জমির উপর আমরা ৪ ভই ছোট ছোট ঘর তৈরী করে ছেলেমেয়ে নিয়ে বেঁচে আছি। আমাদের ্এই ঘরগুলি ভেঙ্গে গেলে কোথায় যাবো জানিনা, সরকার আমাদের সবাইকে ঘর প্রদান করিলে ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকিতে পারিবো। একটি সেতুর অভাবে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন। সেতু না হওয়ার কারণে শত মত মানুষ ও কোমলমতি ছাত্র–ছাত্রীরা প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় প্রশাসনের তেমন কোন সেতু নির্মাণ করার উদ্যোগ দেখা যায়নি। নির্বাচন আসিলে সংসদ সদস ও চেয়ারম্যান প্রার্থীরা উন্নয়ন করার প্রতিশ্রুতি দেয়, নির্বাচন চলি গেলে উন্নয়নের খবর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জেলা/ উপজেলায় উন্নয়ন করিলেও বোয়ালখালিতে তেমন উন্নয়নের ছোয়া লাগেনি। ৩২ বছর পরেও খালের উপর সেতু পুনরায় নির্মাণ করা হয়নি। বোয়ালখালি খালের উপর জরুরী ভিত্তিতে একটি সেতু নির্মাণ করার জন্য এলাকাবাসী সরকারের নিকট জোরদাবী জানান।