এই আন্দোলনের প্রতিপক্ষ কোনও রাজনৈতিক দল নয়, সমাবেশে বিএনপি নেতারা

প্রশান্তি ডেক্স ॥ বিএনপিসহ বিরোধী দলগুলোর চলমান আন্দোলনের প্রতিপক্ষ কোনও রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আন্দোলন হচ্ছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, গণতন্ত্র কুক্ষিগতকারীদের বিরুদ্ধে ও ভোট চোরের বিরুদ্ধে। এই লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’

গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিক্ষোভ সমাবেশে আমির খসরু এসব কথা বলেন। সরকারের পদত্যাগসহ ‘এক দফা’ দাবিতে এবং নেতাকর্মীদের ‘মিথ্যা’ মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এ সমাবেশ করছে বিএনপি।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ যখন রুখে দাঁড়িয়েছে, কোনও শক্তি তা আটকাতে পারে নাই। অচিরে এই আন্দোলন সফল হবে এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনতে সাধারণ জনগণ থেকে শুরু করে সকল স্তরের মানুষ আজ রাস্তায় নেমে এসেছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সরকার জুতা মেরে গরু দান দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। সরকার দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ না করে গরু-ছাগল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। মানুষ চায় তাদের ভোটাধিকার ফিরিয়ে পেতে আর আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে নিতে আন্দোলন করছি। শুধু এই সরকার নয়, একইসঙ্গে এই প্রশাসনের অধীনেও কোন নির্বাচন সুষ্ঠু হবে না। অর্থাৎ প্রশাসনের সকল স্তরে আওয়ামী লীগ খুঁটি গেড়ে বসেছে।’

স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। যেই নির্বাচনের দায়িত্বে থাকবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার; যার অধীনে নির্বাচন হবে। যেখানে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এতে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, সেই দলই সরকার গঠন করবে। এতে যদি বিএনপি হেরেও যায় তাতে কোনও আপত্তি নেই আমাদের। জনগণ যাকে চাইবে তাকেই ক্ষমতায় বসাবে। কিন্তু সরকার আমাদের এই দাবি মানতে চাইছে না।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published.