সরকারকে হরতাল-অবরোধে অচল করে দেওয়া হবে: রিজভী

প্রশান্তি ডেক্স ॥  জনগণকে সম্পৃক্ত করে হরতাল-অবরোধ দিয়ে এই অবৈধ সরকারকে অচল করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। এই আলোচনা সভার আয়োজন করে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। শান্তির প্রবক্তারা যে কর্মসূচি দিয়েছে, আমরা তাতে আছি। হরতাল-অবরোধ শান্তির প্রবক্তারাই চালু করেছে। সরকার যদি আমাদের রোডমার্চ, মিছিলে কোনও বার্তা না পায় বা না বুঝে, তাহলে দিনের পর দিন হরতাল-অবরোধ করে সরকারকে অচল করে দেওয়া হবে। হরতাল-অবরোধ কোনও সহিংস কর্মসূচি না। হরতাল-অবরোধ শান্তির কর্মসূচি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভীতিকর অসুস্থ সমাজ তৈরি করেছে। ভীতি ও আতঙ্কের অন্ধকার রাত তৈরি করে তিনি আরেকটি নির্বাচন করে নিজে প্রধানমন্ত্রী ও সরকার গঠন করার পাঁয়তারা করছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা নানা দুঃশাসন দেখেছি। এই দেড় দশকে আইন-শৃঙ্খলা বাহিনীর নানা তান্ডব দেখেছি। আমরা তান্ডব দেখেছি সশস্ত্র যুবলীগ-ছাত্রলীগের। তারা আবরারকে হত্যা করে কীভাবে নৃত্য করেছে। আমরা দেখেছি, ২০০৬ সালে লাশের ওপর নৃত্য করতে। তাদের সেই নৃত্য এখনও থামেনি। তাদের যুবলীগ-ছাত্রলীগ দিয়ে গঠিত আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখন যুক্ত হয়েছেন আদালতের বিচারকরা। তারা আরও নিষ্ঠার সঙ্গে শেখ হাসিনার পৈশাচিক স্বৈরতন্ত্রের স্বপক্ষে নেমে একের পর এক সাজা দিচ্ছেন। যেখানেই দেখি সেখানেই তাদের ছাত্রলীগ-যুবলীগের লোক। এই  সমাজে কি আর কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষায় চান্স পায় না? শুধু তারাই চান্স পাবে?’

নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সিনিয়র সাংবাদিক রুহুল আমীন গাজী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.