ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা,গরিব-দুঃখী মানুষের আশ্রয়দাতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালনে কসবা উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানাদির মধ্যে ছিল, গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা এবং গত শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে হয়। দলীয়নেতাকর্মীগণ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।