প্রশান্তি ডেক্স॥ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সর্বাত্মক আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের সহযোগিতা যাতে অব্যাহত থাকে সেজন্য সবকিছু করবে কিয়েভ। গত বুধবার ইতালির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির অপসারণের পর ইউক্রেনকে দেওয়া মার্কিন সহযোগিতা অব্যাহত রাখা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে জেলেনস্কি এই মন্তব্য করলেন।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনকে সহযোগিতা ও সমর্থন এবং গণতন্ত্রকে রক্ষায় যুক্তরাষ্ট্র একটি নেতৃত্বদায়ী দেশ। যুক্তরাষ্ট্রে আমাদের জন্য সমর্থন রয়েছে, এটি আমি অনুভব করতে পারি। আমি জানি হোয়াইট হাউজের পক্ষ থেকে শতভাগ সমর্থন রয়েছে। কংগ্রেসে বড় ধরনের সমর্থন রয়েছে।
ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই কঠিন সময়ে যুক্তরাষ্ট্র আমাদের ছেড়ে যাবে না। যদিও সেখানে ভিন্নমত রয়েছে। আপনারা জানেন রিপাবলিকান পার্টির প্রতিনিধিদের মধ্যে ভিন্নমত রয়েছে। কিন্তু বেশিরভাগ ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা ইউক্রেনকে সমর্থন করে।
জেলেনস্কি বলেছেন, তিনি মনে করেন রাশিয়া এখন যুদ্ধ শুরুর তুলনায় দুর্বল। ফলে এখন সমর্থন ও সহযোগিতা বন্ধ করার অর্থ হলো একভাবে লড়াইকে স্থবির সংঘাতে নিয়ে যাওয়া, যার অর্থ হলো আগ্রাসনকারীকে সহযোগিতা।
তিনি আরও বলেছেন, এটি ইউক্রেনকে সহযোগিতা ও আমাদের আক্রমণ বা প্রতিরক্ষামূলক পদক্ষেপকে জটিলতায় ফেলার বিষয় নয়। এখন যেকোনও বিরতি রাশিয়াকে সহযোগিতা করবে।
রাশিয়ার বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণ নিয়ে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ধীর গতিতে, কিন্তু নিশ্চিতভাবে রাশিয়াকে নিজেদের ভূখন্ড থেকে বিতাড়িত করছে। কিন্তু অস্ত্র ও গোলাবারুদের স্বল্পতা প্রতিবন্ধকতা তৈরি করছে।