প্রশান্তি ডেক্স ॥ গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎ নেই ডেসকোর মিরপুর, উত্তরা, বনানীসহ প্রায় সব এলাকায়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে গ্রিড ফেল করে।
জানা যায়, আমিনবাজার পাওয়ার গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন ডেসকোর গ্রাহকরা। ডেসকোর হটলাইন নম্বরে ফোন দিলে একজন কর্মকর্তা জানান, গ্রিড ফেল করায় ডেসকো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে।
এই প্রতিবেদন লেখার সময় পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলেও জানান তিনি। তবে গ্রিডের সমস্যা কী, কোথায় হয়েছে এবং কখন নাগাদ এই স্থায়ী সমাধান হবে, তার কিছুই বলতে পারেননি তিনি।
এদিকে গুলশান, বনানী ও বারধারার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিকল্প উপায়ের বিদ্যুৎ সরবরাহ চালু করেছিল ডেসকো। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় সরবরাহ শুরু হচ্ছে।
ডেসকোর ওয়েবসাইটে গ্রাহকদের অভিযোগ বা সমস্যা জানানোর জন্য যেসব ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া হয়েছে তার বেশিরভাগই বন্ধ পাওয়া যায়।
বর্তমানে ঢাকায় দুটি বিতরণ সংস্থা বিদ্যুৎ সরবরাহ করছে- ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)। এর মধ্যে ডেসকোর অধীন এলাকাগুলো হচ্ছে- টঙ্গী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, গুলশান, পলবী, কাফরুল, রূপনগর, ইব্রাহিমপুর, আগারগাঁও, মনিপুর, কল্যাণপুর।