প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শান্তি ও ন্যায়বিচার প্রত্যাশী যেকোনও মানুষ হামাসের ত্রাসের রাজত্বের নিন্দা জানাবে। হামাসের একটি মাত্র এজেন্ডা রয়েছে। আর তা হলো ইসরায়েলকে ধ্বংস ও ইহুদিদের হত্যা করা। তিনি বলেছেন, প্রত্যেক দেশের নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
সংবাদ সম্মেলনের শুরুতে নেতানিয়াহুর সঙ্গে করমর্দন করেন ব্লিঙ্কেন। শুরুতে তিনি বলেছেন, পুরো বিশ্বের জন্য কঠিন মুহূর্তে ইসরায়েলে আবারও আসতে পারায় তিনি কৃতজ্ঞ।
ব্লিঙ্কেন বলেছেন, নিহত পরিবারের ছবির দিকে তাকিয়ে এবং নিজের সন্তানের কথা না ভাবা আমার পক্ষে অসম্ভব। শিশুদের হত্যা করা হয়েছে, তরুণদের পুড়িয়ে মারা হয়েছে, নারীদের ধর্ষণ করা হয়েছে, শিশুদের সামনে মা-বাবাকে হত্যা করেছে, মা-বাবার সামনে সন্তানকে হত্যা করা হয়েছে।
ইসরায়েলি নাগরিকদের সাহসিকতারও প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ২৫ মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
এমন সময় ব্লিঙ্কেন এই সফরে রয়েছেন যখন গত ৭৫ বছরের মধ্যে গাজায় সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার শাসক গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েল সফর শেষে ব্লিঙ্কেনের জর্ডান যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।