এখন নিরপেক্ষতার সময় নয়: ইসরায়েলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, নৃশংসতাকে উড়িয়ে দেওয়ার সময় এখন নয়। এখন নিরপেক্ষতা বা মিথ্যা সমতা বা অমার্জনীয় অজুহাতের সময় নয়। গত শুক্রবার (১৩ অক্টোবর) তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেছেন। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের কখনও কোনও ন্যায্যতা নেই। বিশেষ করে হামাসের এই নৃশংসতার ক্ষেত্রে এটি আরও বেশি সত্য।

লয়েড অস্টিন বলেছেন, মধ্যপ্রাচ্যে যারা দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা চায় তাদের অবশ্যই হামাসের নিন্দা জানাতে হবে, তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে। ফিলিস্তিনিদের কণ্ঠস্বর নয় হামাস। ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনিদের সম্মান, নিরাপত্তা, রাষ্ট্র ও শান্তির জন্য ফিলিস্থিনি জনগণের আশাবাদও তারা নয়।

অস্টিন আরও বলেছেন, হামাসের রক্তপিপাসু, ধর্মান্ধ কর্মকান্ড ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর ত্রাসের কথা মনে করিয়ে দেয়। উগ্রতা, ধর্মান্ধতা এবং মৃত্যু ছাড়া দেওয়ার মতো কিছু নেই হামাসের।

ইরান ও লেবাননের হিজবুল্লাহকে ইঙ্গিত করে হুমকি দিয়ে তিনি বলেছেন, কোনও দেশ বা গোষ্ঠী যদি এই নৃশংসতার ফায়দা নেওয়া চেষ্টা করে, তাদের প্রতি আমাদের কথা: করবেন না।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইসরায়েলের নিজেকে রক্ষায় যা প্রয়োজন তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের মতোই আমরা ইসরায়েলের পাশে আছি। যুদ্ধের গতিতে ইসরায়েলে মার্কিন সহযোগিতা সরবরাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.