ভজন শকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কসবা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, আইন শৃংঙ্খলা বাহিনী, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও শিক্ষকসহ সর্বস্তরের সকল জনগণের সমন্বয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন; জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, কসবা পৌর মেয়র মো: গোলাম হাকানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার, অফিসার ইনর্চাজ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল আজিজ, কুটি ইউপি চেয়ারম্যান মোঃ ছাইদুর রহমান স্বপন, বিনাউটি ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল আলম খান বেদন, বায়েক ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন, খাড়েরা ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায়।
কসবা প্রেসক্লাব সহ সভাপতি নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন; কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) সামছুল আলম, হাজী মাওলানা মোঃ আব্দুল হান্নান, প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে প্রশাসনিক ভাবে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি পূজো মন্ডপ পরিচালনার কমিটির নেতৃবৃন্দকে সচেতন থাকাসহ পূজো অনুষ্ঠানের বিষয়ে পরামর্শ দেন। উল্লেখ্য, এ বছর কসবা উপজেলায় ৫২টি পূজো মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।