‘বিএনপি আন্দোলন করুক, অগ্নিসন্ত্রাস যেন করতে না পারে’- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রশান্তি ডেক্স ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন বিএনপি-জামায়াত আন্দোলন করছে ঠিক আছে। যদি তারা বাসে আগুন দিতে চায়, আমি আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থাকে বলছি, যারা বাসে আগুন দেবে, সঙ্গে সঙ্গে যে ব্যবস্থা নেওয়ার তাই নেবে; যাতে মানুষের ক্ষতি করতে না পারে, আবার অগ্নিসন্ত্রাস করতে না পারে। আন্দোলন করুক আমাদের আপত্তি নেই। কারণ, আমি তো সারা জীবন আন্দোলন করে তারপর ক্ষমতায় এসেছি। কিন্তু তারা মানুষের ক্ষতি যেন করতে না পারে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোটের অগ্নিসন্ত্রাসের সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যারা মারা গিয়েছিল, যাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা তাদের প্রায় ৩ হাজার ৮০০ জনকে ক্ষতিপূরণ দিয়েছিলাম। আর যারা অগ্নিদগ্ধ, এখনও তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।

গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১টা ৩০ মিনিটে তেজগাঁওয়ের সড়ক ভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের আওতায় নির্মিত ১৫০টি সেতু ও বিভিন্ন মহাসড়কের ১৪টি ওভারপাসসহ নানা প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে নানা কথা বলে। আমি সমালোচনা করতে চাই না। তবে এদের কথা, এদের কাজ সবই ধ্বংসাত্মক। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক করবো। আজকের উন্নয়নগুলো ধ্বংস করুক, সেটা আমরা চাই না।

ডফলিস্তিন বিষয়ে বিএনপিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, আমি দেখি অনেকেই চুপ থাকেন। কারণ যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তারা আবার নাখোশ যদি হয়, এই ভয়ে নির্যাতিতদের পক্ষে কথা বলতে সাহস হয় না। তারা আবার আন্দোলনের কথা বলে পদত্যাগের ডাক দেয়।

Leave a Reply

Your email address will not be published.