প্রশান্তি ডেক্স ॥ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ে সম্মেলন করছেন।’
গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে গাইবান্ধা জেলা জাতীয় পার্টিল দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আগে সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘গাইবান্ধা জেলা জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। আগামী নির্বাচনে জেলার পাঁচ সংসদীয় আসন জাতীয় পার্টির দখলে আসবে।’ এ সময় জোটগতভাবে নির্বাচনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘বাজারে দ্রব্যমূল্যের অসহনীয় দাম।’ এই দামের জন্য সরকারের অদক্ষতাকে দায়ী করেন এই নেতা।
পরে সার্কিট হাউজ থেকে দুপুর পৌনে ১টার দিকে জেলা জাতীয় পার্টির সম্মেলনস্থল শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠে যোগ দেন তিনি। সেখানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন।