প্রশান্তি ডেক্স ॥ ২০টি শর্ত দিয়ে আজ শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট এবং বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ডিএমপি কার্যালয়ে সাংবাদিকের সামনে তথ্য নিশ্চিত করেন সংস্থাটির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন।
ড. খ. মহিদ উদ্দিন বলেন, বিএনপি ও আওয়ামী লীগের কাছে আমরা সাতটি বিষয় জানতে চেয়েছিলাম। দলের পক্ষ থেকে আমাদের কাছে চিঠিতে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন; আশা করবো সেগুলো তারা অনুসরণ করবেন। দুই দলই নিশ্চিত করেছে, তাদের সমাবেশ শান্তিপূর্ণ হবে। আমরা ঢাকাবাসীর নিরাপত্তা দিতে চাই। আশা করি, রাজনৈতিক দলগুলো আমাদের সহযোগিতা করবে।
আওয়ামী লীগকে দেওয়া ডিএমপির দেওয়া অনুমতিপত্র:
বিএনপিকেপাঠানোডিএমপিরঅনুমতিপত্র: