প্রাশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ সিরিয়ার অস্ত্র ও গোলাবারুদ মজুদ স্থাপনায় দুটি বিমান হামলা করেছে মার্কিন সেনাবাহিনী। গত শুক্রবার প্রতিশোধ নিতে এই হামলা করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলের মার্কিন ঘাঁটিতে হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
ওয়াশিংটন জানিয়েছে, ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানতে চায় বা আঘাত হেনেছে, তাদের প্রতি পাল্টা হামলা করতে বাইডেন প্রশাসন ইঙ্গিত দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, যুক্তরাষ্ট্র তার ওপর আসা হামলা সহ্য করবে না। নিজেদের কর্মকর্তা, নাগরিক ও স্বার্থকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র।
পেন্টাগন জানিয়েছে, ১৭ অক্টোবর থেকে ইরাকে মার্কিন ঘাঁটি ও কর্মীদের ওপর কমপক্ষে ১২টি হামলা করা হয়েছে। সিরিয়ায় চারটি হামলা করা হয়েছে।
বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটি এবং সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল। এ দুটি হামলায় ২১ মার্কিন কর্মকর্তা আহত হয়েছেন।