প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধকে দীর্ঘ ও অচলযুদ্ধ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি। তিনি বলেন, এর মাধ্যমে রাশিয়া তার সামরিক শক্তি নতুন করে ফিরে পাবে। দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের কমান্ডার ইন চিফ বলেন, ‘যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করতে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করার সঙ্গে প্রযুক্তির উন্নয়নও করা দরকার।’
যুদ্ধ দীর্ঘায়িত হলে এ থেকে কী কী ঝুঁকি তৈরি হবে তা জানিয়েছেন ভ্যালেরি জালুঝনি। তিনি বলেন, ‘এই যুদ্ধে উপকৃত হবে রাশিয়া, এতে করে তারা সামরিক শক্তির দিক দিয়েও শক্তিশালী হবে।’ অবশেষে নিজেদের সশস্ত্র বাহিনী নিয়েও আতঙ্ক প্রকাশ করেছেন ইউক্রেনের এই কমান্ডার ইন চিফ।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘প্রথম বিশ্ব যুদ্ধের মতো আমাদের প্রযুক্তি নিয়ে যে পরিস্থিতির তৈরি হয়েছে তা আমাদের অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে। মূলত প্রধান অস্ত্র যেমন ক্ষেপণাস্ত্র, গোলা এগুলো খুব গুরুত্বপূর্ণ যা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য খুব জরুরি। সবচেয়ে বেশি দরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।’ভ্যালেরি জালুঝনি বলেছেন, ‘আমরা আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমাদের জনগণকে বেশ কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমরা বেশ কয়েকজন ‘শিক্ষানবিশ সেনা’ মোতায়েন করছি যারা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করবে।’ উল্লেখ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এখন ২১ মাস চলমান।