প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ফিলিস্তিনপন্থিদের তোপের মুখে পুলিশি পাহারায় রেস্তোরাঁ ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত বুধবার (১৫ নভেম্বর) ট্রুডোর নিরাপত্তার বিষয়ে জানিয়েছেন কর্তৃপক্ষ। ভ্যাঙ্কুভারের একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় বাইরে ফিলিস্তিনিপন্থির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিলে চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে প্রধানমন্ত্রীকে রেস্তোরাঁ থেকে বের করে আনা হয়েছে। এ জন্য প্রায় ১০০ পুলিশ অফিসার কাজ করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের চায়নাটাউন জেলার একটি রেস্তোরাঁর সামনে প্রায় ২৫০ জন ফিলিস্তিনিপন্থি জড়ো হয়ে মিছিল করছে আর চিৎকার করে বলছে, হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি চাই।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অফিসারকে ঘুসি মারার জন্য আরেকজনকে আটক করেছে পুলিশ।
ভ্যাঙ্কুভার পুলিশ সার্জেন্ট স্টিভ অ্যাডিসন এক সংবাদ সম্মেলনে বলেন, রেস্তোরাঁর পিছনের রাস্তা অবরোধ করে মিছিল করছিল বিক্ষোভকারীরা যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
প্রতিবেদন থেকে জানা গেছে, এর আগেও একটি রেস্তোরাঁয় ট্রুডোকে হেনস্থা করা হয়েছিল।