বেসিস ধারাবাহিক লিখায় আজকের সংক্ষিপ্ত অংশে বলা যায় একজন আমিন উল্লাহর কাহিনী। তিনি বেসিস করায়ত্বকারীদের হাত থেকে এমনকি যারা বেসিসকে কুক্ষিগত করে আসছিল অথবা নির্বাচনবিহীন বেসিস এক্সিকিউটিভ সদস্য হিসেবে কার্যক্রম পরিচালিত করে যাচ্ছিল তাদের দৌরাত্বে হানা দিয়ে স্বচ্ছ ও একটি স্বাধীন নির্বাচনের ব্যবস্থা উন্মুক্ত করেছিল। তিনি মামলা করে আইনের দৃষ্টিতে ন্যায় বিচার দৃশ্যমান করে বেসিসকে নির্বাচনের ধারাবাহিকতা ফিরিয়ে এনেছিল এবং সেই নির্বাচনে একটি বেসিস পরিচালনা কমিটিও গঠিত হয়েছিল। জনাব আমিনউল্লাহ বেসিসের নির্বাচন বা পরিচালনা পর্ষদের কোন পদবির আশায় নয় বরং বেসিসকে তাঁর স্বমহিমায় ফিরিয়ে আনার চেষ্টা করেছিল।
বর্তমানেও তিনি সেই চেষ্টাই করে যাচ্ছে। তার ইচ্ছা বেসিস সঠিকভাবে পরিচালিত হউক এবং বেসিস সদস্যদের কল্যাণে নিয়োজিত থাকুক। বেসিস দ্বারা সদস্যরা এমনকি দেশবাসী উপকৃত হউক। আগামী সংখ্যায় বিস্তারিত।