ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ২০২৩-২৪ অর্থবছর রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ১৫০ জন ক্ষুদ্ ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কসবা কৃষি অফিস।
উপজেলা নির্বাহী অফিসার মুহামমদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী। আয়োজনে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হাজেরা বেগম।