প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ বসন্তের বিরল দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের পার্থ অঞ্চল। গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই দাবানলে পার্থ শহরের অনেক বাড়ি-ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে দমকলবাহিনী। মালয়েশিয়ার অনলাইন সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এ খবর জানিয়েছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রিমিয়ার রিটা সাফিওটি এক সংবাদ সম্মেলনে জানান, ইতোমধ্যে ১০টি বাড়ি পুড়ে গিয়েছে। আক্রান্ত এলাকার বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন দমকলকর্মী আহত হয়েছেন।
তিনি আরও বলেন, দাবানলে আক্রান্ত সবার জন্য এই দিনটি অত্যন্ত কঠিন হবে। যারা এই কঠিন সময়ে ক্ষয়ক্ষতি কমানোর জন্য কাজ করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ক্ষয়ক্ষতির হিসাব রাখার কথা বলে তিনি বলেন, এই দাবানলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সেটার হিসাব রাখতে হবে।কর্তৃপক্ষ জানিয়েছেন, দাবানলে যারা ঘরবাড়ি হারাবে তাদের সবাইকে কোভিড কোয়ারেন্টাইন সেন্টারে পুনর্বাসনের ব্যবস্থা করার পরিকল্পনা করেছে।