বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে নৌকায় ভোট দিন: সজীব ওয়াজেদ জয়

বাআ ॥ ‘বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওয়ের’ বিরুদ্ধে গিয়ে ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

গত শনিবার (১৮ নভেম্বর) সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩’-এর বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এখন নির্বাচনের সময় এসেছে, এখন আবার আরেকটি সমস্যা আমাদের সামনে। সেটা কী? সেটা হচ্ছে বিএনপি জামায়াতের সন্ত্রাস, জ্বালাও-পোড়াও।

‘এটার মোকাবিলা কিন্তু খুবই সহজ। এটার মোকাবেলা হচ্ছে সামনে নির্বাচনে ভোট দেবেন যারা জ্বালাও-পোড়াও করছে তাদের বিরুদ্ধে। যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে ভোট দিবেন। নৌকায় ভোট দেবেন।’

জয় বলেন, ‘আমরা জানি, গত তিন নির্বাচন ধরে তাদের এই নির্যাতন। প্রত্যেক নির্বাচনের আগে, তারা ঠিক মাস দুয়েক আগে এই জ্বালাও-পোড়াও, সংঘর্ষ শুরু করে।’

অনুষ্ঠানে উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি দেশের জন্য কোনোদিন কিছু করেনি। একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছে। গত ১৫ বছরে বাংলার মানুষ দেখেছে, বাংলাদেশ কোথা থেকে কোথায় এসেছে। কেউ কল্পনা করতে পারেনি, গত ১৫ বছর আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, বাংলাদেশ যে এতদুর আসবে।

জয় আরও বলেন, ‘এই গতি যদি ধরে রাখা যায়, আগামী ১০-১৫ বছরে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে। আগামী ১০-১৫ বছরে বিএনপি-জামায়াত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না। তখন বাংলাদেশে শান্তি আসবে, যখন এই জঙ্গিবাদ, এই মৌলবাদী শক্তি, বাংলাদেশ থেকে তাদের চিহ্ন মুছে যাবে।’

Leave a Reply

Your email address will not be published.