ভজন শংকর আচার্য্য ,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ার পর আজ বুধবার বিকেলে কসবা মহিলা কলেজে মিলনায়তনে কসবা উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির ভাষনে দলীয় নেতা কর্মীদের উদ্দেশে আইমন্ত্রী আনিসুল হক বলেন, কিছু ব্যাক্তি চায় বাংলাদেশ যেন প্যালেস্টাইনের মতো হয়। এদেশ যাতে আগাতে না পারে। তিনি বলেন, এ উপমহাদেশের শান্তি ও স্থিতিশিলতা রক্ষায় বাংলাদেশ ও ভারত একসাথে কাজ করে নির্ধারন করবে । তিনি বলেন, অনেকেই বলেন বাংলাদেশ একা হয়ে যাচ্ছে। এসব গুজবে কান দেবেন না। পৃথিবীর বহু দেশ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অংশিদার । আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে কাজ করছি। আমাদের কেউ হারাতে পারবেনা।
বর্ধিত সভায় তৃতীয়বারের মতো আনিসুল হককে মনোনয়ন দেয়ায় মনোনয়ন বোর্ড ও দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রস্তাব এনে পাশ করা হয়। কসবা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, ডাঃ এ.কে আজাদ, কসবা পৌর আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম, বিনাউটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামাল হোসেন, মেহারী ইউনিয়ন সভাপতি মোর্শেদ আলম, খাড়েরা ইউনিয়ন সভাপতি এডভোকেট আবু আবদুল্লাহ, বাদৈর ইউনিয়ন সাধারন সম্পাদক শিপন আহম্মদ, মূলগ্রাম ইউনিয়ন সভাপতি মো.শাহ আলম প্রমুখ।