আনিছুল হকের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন

মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ও আস্থার প্রতিক এবং দেশবাসির স্নেহেধন্য হয়ে সেবারত মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিছুল হক এমপিকে পুনরায় নির্বাচিত করুন। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আপনার ও আমার ভুমিকা পালনে আগামী ৭ জানুয়ারী নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভুমিকা রাখুন। কসবা আখাউড়ার অভিভাবক জনাব আনিছুল হক সকলের প্রয়োজনের যোগানদার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং আগামী দিনেও করে যাবেন। সুফলভোগী সচেতন জনগণের সঙ্গে আমি ও আপনি একমত হয়ে দলমত নির্বিশেষে এই মহৎ ও নির্লোভ মানুষটিকে নির্বাচিত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি।

স্ত্রী, বাবা-ভাই-বোন ও মা হারানো পরিবারের একমাত্র বেঁচে থাকা মানুষটি অত্র এলাকার অভিভাবকত্ত্ব নিয়ে সেবার মানুষিকতায় গত ১০টি বছর নিরলস পরিশ্রম করেছেন এবং এলকাবাসী তথা দেশবাসী তাঁর পরিশ্রমের ফল ভোগ করছেন। আগামীতেও এই জনসেবায় নিয়োজিত অভিভাবক সজ্জ্বন ব্যক্তিটিকে আপনার ও আমার পাশে অভিভাকত্ব নিয়ে বেঁচে থাকার সুযোগটুকু নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে জয়যুক্ত করে সম্মান ও উৎসাহ নিয়ে পাশে থাকার সুযোগ করে দিন।

জনাব আনিছুল হক একটি দৃষ্টান্ত এবং আগামীর উদাহরণ। আনিছুল হকের নৌকা এবার বিপুল ভোটে বিজয়ী হবে এবং কসবা-আখাউড়ার মানুষ এটি পন হিসেবে বেঁছে নিয়েছেন। এলাকা গুরে এটি নিশ্চিত হওয়া গেছে যে, জনাব আনিছুল হকের বিকল্প কেউ নেই এবং যারা নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছেন তারা শুধু এই নির্বাচনের অলংকার ছাড়া আর কিছুই নয়। তবে তাদের জামানত হারানোর নিশ্চয়তা তারা নিজেরাই দিয়েছেন। একান্তে আলাপচারিতায় তারও এই কথাটি প্রকারান্তরে স্বীকার করেছেন।

জনাব আনিছুল হকের নির্বাচনী পথসভা এবং আলোচনায় অংশ নিয়ে জনতার সঙ্গে আমিও আবেগ তারিত এবং আপ্লুত যে, মানুষের ভালবাসা কি এবং কি করে অর্জন করা যায় তার দৃষ্টান্ত আনিছুল হক সাহেব। “তুমি যেমন আশা কর তা তুমি আগে করে দেখাও”। এই স্বগীয় বাণীটি শতভাগ সফলভাবে পুরণ করেছেন জনাব আনিছুল হক। জয় হউক আনিছুল হকের। তিনি দীর্ঘায়ূ হউন এবং তাঁর সেবার অব্যাহত যাত্রা আমৃত্ব চালিয়ে যান। এই কামনা করি এবং কসবা – আখাউড়ার জনগণের আশা পুরণের বাতিঘর আনিছুল হককে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে সকলের নিকট সবিনয় বিনিত আহবান জানাই। ভোট কেন্দ্র গিয়ে ভোট দিয়ে নিজেদের দায়িত্বটুকু শতভাগ পালন করুন।

Leave a Reply

Your email address will not be published.