প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ তিস্তা নদী উন্নয়ন প্রকল্পে আগ্রহ আছে চীনের। বিষয়টি বিবেচনা করবে সরকার। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন।
গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী রাষ্ট্র। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তারা সহযোগিতা করে আসছে। তিস্তা নদীর বাংলাদেশ অংশের উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতা করার ব্যাপারেও চীন আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইকোনমিক রিলেসন্স ডিভিশন বিবেচনা করে দেখবে।’ তিস্তায় চীনের কাজ নিয়ে ভারতের আপত্তি কতটুকু আমলে নেওয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘এ রকম অনুমান নির্ভর প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ নয়। এ রকম কোনও প্রস্তাব যদি থাকে তখন ভূ-রাজনৈতিক বিবেচনায় এগোতে হবে।’