বিদেশী কিছু সাংবাদিক মোটা অংকের টাকার বিনিময়ে বাংলাদেশের বিরুদ্ধে লিখছে ….কসবায় আইনমন্ত্রী

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ এই মাত্র জানলাম এক সাংবাদিক চিঠি লিখেছে কারা কারা  নির্যাচিত হয়েছে তার তথ্য দিতে। বিদেশী কিছু সাংবাদিক মোটা অংকের টাকার বিনিময়ে বাংলাদেশের বিরুদ্ধে লিখছে । তারা বিএনপি -জামাতের ষড়যন্ত্রে টাকার বিনিময়ে মদদ দিচ্ছে। বিএনপি-জামাত নির্বাচনে না এসে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন , তোমরা কৃষকের ধান কেটে দিয়েছ। মানুষের দূর্যোগে পাশে থাকো। তোমরা ভোটাদের নিরাপত্তা দিয়ে কেন্দ্রে নিয়ে যাবে। বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের মানুষই নির্ধারন করবে। এটা ভোটের মাধ্যমেই জনগন প্রমান করবে।

আগের সরকারগুলো ফকিরের মতো ভাতা দিতো মুক্তিযোদ্ধাদের । জননেত্রী শেখ হাসিনা এটাকে ২০ হাজারে উন্নীত করেছে। তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ সামাজিক নিরাপত্তাখাতে বিভিন্ন রকম প্রণোদনা দিচ্ছেন। এ সবের ধারাবাহিকতা রক্ষা করার জন্য ।

২০০২ সালে বিএনপি’র অর্থমন্ত্রী ক্ষমতায় এসে বললেন গ্যাস বিক্রী করবেন। বাধা দেয়া হলে তিনি বলেন মাটির নীচে গ্যাস থাকলে কি হবে ? বিক্রী করতে পারলে তাদের পকেট পুরতো। এখন শেখ হাসিনা গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে প্রতিটি মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছে । বাংলাদেশের আশ্রয়হীন মানুষের জন্য জায়গাসহ ঘর নির্মান করে দিয়েছেন। পদ্মা সেতু, বঙ্গবন্ধ ট্যানেল,এলিভেটেড সড়ক নির্মান করে বাংলাদেশকে  উন্নয়নের রুল মডেল বানিয়েছেন।

বিএনপি-জামাত নির্বাচনে না  এসে বানচালের হুংকার দিচ্ছে। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন- গত ২০১৪ ও ২০১৮ সালে আমি নির্বাচিত হয়ে  গত ১০ বছর আপনাদের কাজ করেছি।  আগের সরকারের  এমপিদের মতো মিথ্যাচার করিনি। আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমি আপনাদের জন্য কাজ করেছি। এটা আমার দায়িত্ব। গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আকছিনা বাজার প্রাঙ্গনে নিবার্চনী গন সমাবেশে প্রধান আতিথির বত্তব্যে আইনমন্ত্রী আনিছুল হক এমপি উপরোক্ত কথা গুলো বলেন।

কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনঃ উপজেলা চেয়ারম্যান এডঃ রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী মোঃ আজহারুল ইসলাম, কুটি ইউপি চেয়ারম্যান ছায়েদুর রহমান স্বপন, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ  ছায়েদুর রহমান মানিক ও জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিলন।

Leave a Reply

Your email address will not be published.