তাজুল ইসলাম নয়ন॥ কালের পরিক্রমায় অনেক ঘটনাবহুল ঐতিহাসিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা কালের সাক্ষি হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে এবং নিবে। এই নির্বাচন নিয়ে দৃশ্যমান দ্বন্ধ দেশ ছাড়িয়ে বিদেশী পাড়ি দিয়েছিল। সীমা পরিসীমা কোন কিছুর তোয়াক্কা না করে বরং এই নির্বাচন হয়ে উঠেছিল আন্তর্জাতিক নির্বাচন যেন এ নির্বাচন বাংলাদেশের নির্বাচন নয় বরং এই নির্বাচন আন্তর্জাতিক পরাশক্তির মান-সম্মানের ও স্বার্থের দ্বন্ধের এক মহা প্রলয়করী নির্বাচন। যে যাই বলূকনা কেন এই নির্বাচনই আগামীর ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকেব। ইতিহাস এই নির্বাচন থেকে শিক্ষা নেবে।
গায়ে মানে না আপনি মোড়ল সেজে অনেকেই এই নির্বাচনে অদৃশ্য ও দৃশ্যমান হাত বাড়িয়েছিল কিন্তু এই দেশের জনগণ এবং বর্তমান সরকার এই নির্বাচনকে বাংলাদেশের নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং এই দেশের সংবিধান এর আলোকে সংগঠিত করে প্রমান করেছে বাংলাদেশ ও বাংলাদেশীরা পেরেছে এবং এখন পারে আগামীতেও পারবে।
তবে নির্বাচন যাই হোক না কেন প্রতিষ্ঠান এবং কাঠামো ও চলমান উন্নয়ন এবং অগ্রগতি মাথা উঁচু করেই এগিয়ে যাচ্ছে। দাবিয়ে বেড়াচ্ছে বিশ^লয়ে মাথা উঁচু করে এবং আগামীর সমৃদ্ধ ইতিহাসে নাম লিখিয়ে নতুন এক সংস্কৃতি ও শিক্ষার পাঠশালা তৈরীতে অগ্রণী ভুমিকা রেখেছে এই ২০২৪এর প্রলংকরী নির্বাচন। যা প্রলয়ে ভেসে গেছে সকল ষড়যন্ত্র এবং মিথ্যা ও কুসংস্কার আর হুমকি-ধমকী এমনকি কথার ফুলঝুড়ি। এই নির্বাচনই বাঙালী জাতিকে আরেকটিবার ইতিহাসে মুক্তির স্বাদ বা স্বাধীনতার স্বাধ উপভোগে সহায়তা করবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব বিশে^র পড়া শক্তির বিরুদ্ধে দাড়িয়ে অদম্য সাহসে এবং গতিতে বাংলাদেশকে ছিনিয়ে এসেছিল এবং আজ তাঁরই কন্যা এই চলমান অগ্রগতি এবং ইতিহাস ও সংবিধান আর সংস্কৃতিকে টিকিয়ে রেখে গতিময়তা দিয়ে নতুন এক অভয়ারণ্যে পৌঁছে দিয়েছে। তাই সাধুবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে যুক্ত সকল সাহসী বাংলাদেশী দেশপ্রেমী মানুষদেরকে। জয় হউক জনতার, জয় হউক নৌকার। তবে মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্লোগান খুবই চমৎকর ও যোগোপযোগী আর তা হলো “সকল সমস্যার সমাধান হলো নৌকা”। হ্যা নৌকা টিকে থাকলে সবই সম্ভব। সকল অসম্ভবকে সম্ভবে পরিণত করেছিল ঈসা আল মসিহ কিন্তু বাংলাদেশে এখন সম্ভবকে বাস্তবে রূপদান করে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা আল্লাহর কাছ থেকে আসা এক আশির্বাদ এবং বাংলা ও বাঙালী জাতির জন্য এক নেয়ামত। এভাবেই চলুক খোদার দেয়া আশির্বাদের জয়যাত্রা।