বিএনপি-জামায়াত নির্বাচন বন্ধ করার চেষ্টা করবে….কসবায় আইনমন্ত্রী

ভজন শংকর আচার্য‌্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি ১৯৯৬ সালে প্রহসনের নির্বাচন করে সরকার গঠন করেছিলো। যা আন্দোলনের মুখে দেড় মাসও টিকেনি। আমার বিরুদ্ধে লন্ডনে বসে পর পর চারজনকে মনোনয়ন দিয়েছিলো ২০১৮ সালে। এমনিভাবে সারাদেশেই একাধিক মনোনয়ন দিয়ে বানিজ্য করে তারেক জিয়া শত শত কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। গত রোববার দুুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজারে নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্ততায় তিনি এসব কথা বলেন।

আগামী ৭ জানুয়ারি যে জাতীয় নির্বাচন হবে বিএনপি-জামাত নির্বাচন বন্ধ করার চেষ্টা করবে। আপনারা এক বাক্যে বলে দিবেন আমরা নির্বাচন বন্ধ করার চেষ্টাকে মানিনা। তাই আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। সারা বিশ্ব দেখতে চায় আপনারা আমাদের ভালবাসেন কিনা।

আইনমন্ত্রী বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দিবেননা আপনারা। দেশকে পিছিয়ে নেয়ার সুযোগ দিবেননা। দেশকে যাতে এগিয়ে নেয়া যায় সেই চেষ্টা করতে হবে। আপনারা আমাদেরকে ভোট দিয়ে সেই সুযোগই সৃষ্টি করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। আমরা চাই বাংলাদেশ আরও উন্নত হোক। আমরা চাই ২০৪১ সালে বাংলাদেশ সারা বিশ্বে উন্নত বাংলাদেশের মর্যাদা লাভ করুক। আপনাদের সহযোগিতায় বাংলাদেশ তাই হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশ যদি উন্নত দেশ হয় তাহলে আমাদের এবং আপনাদেরসহ সকলের মর্যাদা বাড়বে। আমাদেরকে আর কেউ বলতে পারবেনা আমরা মিসকিন। আমাদেরকে এখন আর কেউ বলেনা তলাবিহীন ঝুড়ি।

তিনি জনগনের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভালবাসেন এবং আমিও আপনাদেরকে ভালবাসি এটা বলার প্রয়োজন নেই। আমি আপনাদের সেবক, ছোটদের অভিভাবক। আপনারাযে আমাকে ভালবাসেন এই গণসমাবেশ আপনাদের উপস্থিতিই প্রমান করে। তাই আপনারা সকলে ভোটকেন্দ্রে যাবেন এবং আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি কাজী আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভুইয়া বকুল, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, সাবেক পৌরমেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, গোপিনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়াসহ অন্যরা। এসময়  আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ’র উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী পৌরএলাকার তালতলা গ্রামে ও গোপিনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় যোগদান করেন এবং তাকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য জনগনকে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.