১৫৬ দিন পর বাসায় ফিরেছেন খালেদা জিয়া

প্রশান্তি ডেক্স ॥ হাসপাতাল থেকে ১৫৬ দিন পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গুলশানের বাসা ফিরোজাতে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।

এর আগে, বিকাল সোয়া ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন। সে সময় হাসপাতালের সামনে নেতাকর্মীরা ভিড় জমান। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে খালেদা জিয়া গাড়িতে উঠলে তাকে ঘিরে বাইকে মিছিল করে গাড়ির সঙ্গে সঙ্গে গুলশান আসেন নেতাকর্মীরা।

এ সময় খালেদা জিয়াকে দেখতে বাসায় আসেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সেলিমা রহমান, মঈন খান, নজরুল ইসলাম খানসহ অন্যরা।

২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দির পর খালেদা জিয়ার শারীরিক নানা জটিলতা দেখা দেয়। পরে বিশেষ বিবেচনায় তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়। ৭৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসহ নানা রোগে ভুগছেন। ইতোমধ্যে কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

সবশেষ ২০২৩ সালের ৯ আগস্ট থেকে আজ পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। এর মাঝে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ওই সময় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে কয়েক দফা আবেদন করা হলেও অনুমতি মেলেনি।

এমন পরিস্থিতিতে গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.