ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) ঐতিহ্যবাহী কসবা ফাইভ স্টার ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পরিবার নিয়ে পালনের লক্ষ্যে গত বৃহস্পতিবার সকালে খেওড়া শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রমে পূজা অর্চনাতে অংশগ্রহণ অনুষ্ঠানে মন্দিরের পূজারী বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন দুপুরে কুটি শ্রীশ্রী রাধা মদন মোহন জিউ মন্দিরে ভোগ আরতি কীর্তনে অংশগ্রহণ শেষে বৈষ্ণব সেবার প্রসাদ গ্রহণ অনুষ্ঠানে মন্দিরের অধ্যক্ষ শ্রী রত্নেশ্বর দাস ব্রহ্মচারী মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বিকেলে কুটি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটি আয়োজিত ৩২ প্রহর বেপি নামযজ্ঞ অনুষ্ঠানে অংশ গ্রহণ করি। মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রীকৃষ্ণ পদ সাহা, সাধারণ সম্পাদক শ্রী টুটন কুমার সাহা বন্ধু শ্রী তেজেন্দ্র সরকার আমাদেরকে সহযোগিতা করেছেন।
ফাইভ স্টার ক্লাবের সদস্যগন হচ্ছেন, কসবা পুরাতন বাজারের সীমান্ত ফার্মেসীর স্বত্বাধিকারী ফটিক রায়, কৃষি ব্যাংক সাবেক ব্যবস্থাপক মানিক রায়, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নেপাল চন্দ্র সাহা, কসবা প্রেসক্লাব কার্যকরী কমিটির সদস্য দৈনিক আমার সংবাদ প্রতিনিধি ভজন শংকর আচার্য এবং কসবা পৌর মার্কেটের তমা গার্মেন্টসের স্বত্বাধিকারী সন্তোষ কুমার সাহা। এদিকে ফাইভ স্টার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথি হিসেবে ছিলেন খেওড়া শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শ্রী নারায়ন সাহা মনি, কুটি শ্রীশ্রী রাধা মদন মোহন জিউ মন্দির অধ্যক্ষ শ্রী রত্নেশ্বর দাস ব্রহ্মচারী, কুটি শ্রী শ্রী জগন্নাথদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রীকৃষ্ণ পদ সাহা ও সাধারণ সম্পাদক শ্রী টুটন কুমার সাহা।