প্রশান্তি ডেক্স ॥ কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের ডাকাতের কাঠি নামক এলাকা হতে মাদকের চালানটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় নাফ নদী পার হয়ে ৩ ব্যক্তি ডাকাতের কাঠি এলাকা দিয়ে সীমান্তের বেড়িবাঁধ অতিক্রম করার সময় বিজিবির ধাওয়ার মুখে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া তিনটি পোঁটলা উদ্ধার করে তার অভ্যন্তরে থাকা এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদক বিনষ্টকরণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।