মুখ্য সচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ও আইএফসির কান্ট্রি ম্যানেজারের সৌজন্য সাক্ষাৎ

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন খাতে কাজ করার কথা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে চীনের উল্লেখযোগ্য ভূমিকা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির জন্য তিনি তাকে অনুরোধ করেন। 

মুখ্য সচিব বাংলাদেশে নিযুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমানকে বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে অনুরোধ করেন এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবিত ‘জাতীয় লজিস্টিক্স উন্নয়ন নীতি’ বাস্তবায়নে আইএফসির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি বাংলাদেশে রিভারাইন অভিগম্যতা বাড়ানো এবং বন্দর ও জেটি নির্মাণে আইএফসির সহযোগিতার অনুরোধ করেন। মার্টিন হল্টমান বাংলাদেশের আবাসন খাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জনগণকে ঋণ প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়, চীন দূতাবাস এবং আইএফসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.