প্রশান্তি ডেক্স॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি যারা বিদেশে লুকিয়ে আছে তাদের দেশের মাটিতে ফিরিয়ে আনতে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গত শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শ্রম আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আসন্ন সংসদ অধিবেশনে শ্রম আইন পাস হবে।’
ড. ইউনূসের বিচারপ্রক্রিয়া নিয়ে ১২ মার্কিন সিনেটরের চিঠি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘বিচারিক আদালতে আইনের ধারা অনুযায়ী ড. ইউনূসের সুষ্ঠু বিচার হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। নিশ্চয়ই তিনি আপিল করবেন। সেখানে কোনও প্রভাব পড়ুক, সেটা আমি চাই না।’
এর আগে, মন্ত্রী সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে করে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে আসলে দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে মন্ত্রী তার অপর নির্বাচনি এলাকা কসবার উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন।