ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ আইনমন্ত্রী বলেন- আমি শুনতে পেয়েছি এখানে কিছু কিছু এলাকায় খেড়ের মুড়িতে (খড়ের কুনজি) আগুন দেয়া হচ্ছে । আমি পরিস্কার ভাবে বলতে চাই আপনারাও সজাগ থাকবেন যদি এরকম লোক পান তাহলে সাথে সাথে আপনারা পুলিশকে খবর দিবেন। যারা আগুন দেয়ার চেষ্টা করছে তাদেরকে আমি জংগল থেকে ধরে এনে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করবো।
গত শুক্রবার সকাল ১১টায় উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পথসভায় পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে সর্বশেষ জনসভা ও গনসংযোগ হওয়ার কথা ছিল এই বায়েক ইউনিয়নে। কিন্তু নির্বাচন কমিশন এবার ৪৮ ঘন্টা পূর্বে নির্বাচনের প্রচার প্রচারনা বন্ধ করে দেওয়ায় বায়েক আসতে পারিনি। তাই পাস করে শপথ নিয়ে তৃতীয় বারের মতো আইনমন্ত্রী নির্বাচিত হয়ে সরাসরি আজ ঢাকা থেকে আপনাদের কাছে এসেছি। কারন আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
আপনারা বিশ্ববাসীকে দেখিয়েছেন আপনারা আমি আনিসুল হককে অনেক ভালোবাসেন। আমি কসবা-আখাউড়া বাসীর কাছে কৃতজ্ঞ । আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো। এসময় আরো উপস্থিত ছিলেন– কসবা উপজেলা চেয়ারম্যান এডঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন, পৌর মেয়র এম জি হাক্কানী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছায়েদুর রহমান স্বপন, রুহুল আমিন ভূইয়া বকুল, জেলা পরিষদের সদস্য আব্দুল আজিজ প্রমুখ। পরে মন্ত্রী সীমান্তবর্তি শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জনতার উদ্দেশে বক্তব্য রাখেন।