রাষ্ট্রপতির ভাষণ ও বাণী তৈরি করবে মন্ত্রিপরিষদ বিভাগ

প্রশান্তি ডেক্স॥ সংসদের জন্য রাষ্ট্রপতির ভাষণ ও বাণী তৈরির কাজটি মন্ত্রিপরিষদ বিভাগের এখতিয়ারভুক্ত হলো। বিদ্যমান ব্যবস্থায় এ কাজটি সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে হয়ে আসলেও বিষয়টি এ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত কিনা তা স্পষ্ট ছিল না। সম্প্রতি সরকারের রুলস অব বিজনেসে এ সংক্রান্ত সংশোধনী আনা হয়েছে। গত সোমবার এ সংশোধনী গেজেট আকারে প্রকাশিত হয়।

সংবিধানের ৭৩ অনুচ্ছেদের বিধান মতে প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশন এবং বছরের প্রথম অধিবেশনে সংসদে রাষ্ট্রপতি ভাষণ দেন। মন্ত্রিসভা থেকে অনুমোদিত ভাষণই রাষ্ট্রপতি সংসদে পাঠ করেন। ভাষণটি মন্ত্রিসভা থেকে অনুমোদন নেওয়া হলেও ভাষণটি সরকারের কোন দফতর থেকে তৈরি করা হতো সেটি এতদিন স্পষ্ট ছিল না। তবে, মন্ত্রিপরিষদ থেকেই এ ভাষণ তৈরি করা হতো বলে জানা গেছে। রুলস অব বিজনেসে এ বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, এখনও মহামান্য রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তুত করা হয়। তবে রুলস অব বিজনেসে বিষয়টি বলা ছিল না। এখন আনুষ্ঠানিকভাবে এ কাজটি মন্ত্রিপরিষদ বিভাগের আওতাভুক্ত হলো। এছাড়া রুলস অব বিজনেসে আরও কিছু সংযোজন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- সরকারের সংস্কার, জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি, সিআরভিএস-এর সমন্বয়ের কাজটি মন্ত্রিপরিষদের আওতাভুক্ত করা হয়েছে। এদিকে রুলস অব বিজনেসে এতদিন কেবল সচিবের কথা উল্লেখ থাকলেও এখন সচিবের সাথে সাথে সিনিয়র সচিবের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.